আগামী পাঁচ বছর ত্রিপুরার উন্নয়নের সুবর্ণ সুযোগ রয়েছে : কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কিষান রেড্ডি

আগরতলা, ১১ এপ্রিল (হি. স.) : আগামী পাঁচ বছর ত্রিপুরার উন্নয়নের সুবর্ণ সুযোগ রয়েছে, সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। মঙ্গলবার মহাকরণে রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য ও শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক শেষে এমটাই দাবি করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন(ডোনার) বিষয়ক মন্ত্রী জি কিষান রেড্ডি।

এদিন তিনি বৈঠকে ত্রিপুরা সরকারের সমস্ত দপ্তরের কাজকর্ম এবং কেন্দ্রীয় সরকারের সবগুলি প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলেচনা করেছেন বলে তিনি জানিয়েছেন। তাঁর দাবি, ওই আলোচনার মূল লক্ষ্য হল ভারত সরকার ত্রিপুরাকে একটি উন্নত রাজ্য বানাতে চাইছে।

তারঁ কটাক্ষ, দীর্ঘ ৩০-৪০ বছর ত্রিপুরা অপমানিত হয়েছে। রাজ্যে যে সমস্ত উন্নয়নের প্রয়োজন ছিল তা কখনোই বাস্তবায়ন হয়নি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ বছরে ত্রিপুরাকে উন্নয়নের শিখরে পৌছাঁনোর অঙ্গীকার নিয়েছেন। সাথে তারঁ দাবি,উন্নয়নের দিশারী হয়ে ত্রিপুরা পথ দেখাবে দেশবিশ্বকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় যাতে দ্রুত উন্নয়নে হয় সেদিকে নজর দেওয়া হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের সব রকম সুযোগ সুবিধা ত্রিপুরার জনগন পায় তার দিকেও নজর দেওয়া হবে, সাথে যোগ করেন তিনি। এদিন তিনি প্রত্যয়ের সুরে বলেন, মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়নের কাজ নবরাত্রির আগেই শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে ত্রিপুরা সরকার।

এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, কেন্দ্রীয় মন্ত্রীকে বহু বার আমন্ত্রণ জানানোর পর রাজ্য সফরে এসেছেন। আজ সমস্ত প্রকল্প উদ্বোধন পর কেন্দ্রীয় মন্ত্রী কিষান রেড্ডির নিকট রাজ্যের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। তিনি দাবিগুলি দ্রুত পূরণ করার আশ্বাস দিয়েছেন।