লুইসভিলে, ১১ এপ্রিল (হি.স.): আমেরিকার কেন্টাকির লুইসভিলের একটি ব্যাঙ্কে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন। এছাড়াও জখম ও আহত হয়েছেন ৯ জন। তাঁদের মধ্যে ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের গুলিতে নিকেশ হয়েছে ওই বন্দুকবাজ। ঘটনাটি ঘটেছে সোমবার (আমেরিকায় সময় অনুযায়ী)। কেন্টাকির একটি ব্যাঙ্কে হত্যালীলা চালানোর সময় লাইভস্ট্রীমও করছিল ওই আততায়ী বলে জানা গিয়েছে।
হত্যাকারী ২৫ বছরের কর্নর স্টারজিওন। কেন্টাকির ওল্ড ন্যাশন্যাল ব্যাঙ্কে হামলা চালানোর সময় তার হাতে একটি রাইফেল ছিল এবং ওই ব্যাঙ্কেই সে কাজ করত বলে জানা গিয়েছে। লুইসভিলে মেট্রো পুলিশ দফতরের এক আধিকারিককে মাথায় গুলি করে ওই হত্যাকারী। সকাল ৮.৩৮ মিনিটে ব্যাঙ্কে গুলি চলার খবর পাওয়ার পর তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। নিহতদের বয়স ৪০, ৬৩, ৬৪ এবং ৫৭ বছর, তাঁদের মধ্যে একজন মহিলা রয়েছেন।