২০২৭-২৮ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে : পীযূষ গোয়েল

প্যারিস, ১১ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ২০২৭-২৮ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। বর্তমান ভারতকে পঞ্চম অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভারত এখন তিন দশমিক পাঁচ ট্রিলিয়ান ডলার অর্থনীতির দেশ। তবে ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখন ভারত ৩০ থেকে ৩৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হয়ে উঠবে।

সোমবার (স্থানীয় সময়) প্যারিসে বসবাসরত ভারতীয়দের উদ্দেশে এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছরে ভারতের রফতানির পরিমাণ ৭৫০ বিলিয়ন ডলার অতিক্রম করে গিয়েছে। ২০২২-২৩ সালে ভারতের সামগ্রিক রফতানির পরিমাণ বেড়ে হয়েছে ৭৬৫ বিলিয়ন ডলার, যা বিশ্বের কাছে নতুন ভারতের দৃষ্টান্ত হয়ে উঠেছে। সমগ্র বিশ্ব বিভিন্ন ক্ষেত্রে এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছে বলে, মন্তব্য করেন তিনি।