হাইলাকান্দি (অসম), ১১ এপ্রিল (হি.স.) : আসাম স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি যৌনকর্মীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের জন্য ১৮০০ ৩৪৫ ৩৫৯১ নম্বরের একটি হেল্প লাইন চালু করেছে।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ১৩৫/২০১০ নম্বরের ক্রিমিনাল আপিলের পরিপ্রেক্ষিতে আসাম স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এই প্রক্রিয়া শুরু করেছে। এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব।