নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকে তলব ইডির

কলকাতা, ১১ এপ্রিল (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব কড়ল ইডি। অয়নের ছেলে অভিষেক শীল, স্ত্রী কাকলি শীলকেও তলব করা হয়েছে।

আগামী সপ্তাহে ৩ জনকে তলব করেছে ইডি। শুধু ২০১৪-এর টেট নয় ২০১২-এর টেটেও টাকা তোলা হয়েছে, আদালতে দাবি ইডি-র। ইডি সূত্রে খবর, অয়ন শীলের সল্ট লেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক তথ্য পাওয়া গিয়েছে ৷ সেখানে এমন কিছু নথি মিলেছে, যা থেকে স্পষ্ট এই নিয়োগ দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে ৷
২০১৪ সালে যে টেট হয়েছিল, সেই পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের খাতা ও রোল নম্বর উদ্ধার হয়। পাশাপাশি ২০১২ সালের টেট পরীক্ষারও অনেক নথি মিলেছে৷ সেই থেকেই ইডির ধারণা, দুর্নীতির বীজ অনেক আগেই বপন করা হয়েছিল৷ সূত্রের খবর, এই নিয়ে আরও তথ্যের সন্ধান করছে ইডি৷ সেই কারণেই ডাকা হচ্ছে শ্বেতা, কাকলি ও অভিষেককে ৷ আগামী সপ্তাহে তাঁদের হাজির হতে বলা হয়েছে ইডির অফিসে৷ এখন দেখার এই আর কী কী তথ্য ইডি এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে! নতুন কোনও তথ্যও উঠে আসে কি না, সেটাও দেখার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *