BRAKING NEWS

প্রাইজমানি রেটিং দাবায় শীর্ষে অনাবিল গোস্বামী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। একক ভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অনাবিল। রাজ্যের দাবাড়ু অনাবিল গোস্বামী টানা ছয় রাউন্ডে জয়ের ধারা অখুন্ন রেখে দুর্দান্তভাবে শীর্ষে অবস্থান করছে। আরও খেলা রয়েছে তিন রাউন্ডের। ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথমবারের মতো প্রাইজ মানি রেটিং দাবার আসর এখন বেশ জমজমাট পর্যায়ে। রাজ্য, বহি:রাজ্য, এমনকি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও মোট ১০৮ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তবে খুশির খবর, যৌথভাবে প্রত্যেকে পাঁচ করে পয়েন্ট পেয়ে দ্বিতীয় শীর্ষে থাকা সাতজনই ত্রিপুরার। আসামের দাবাড়ঙ নলীনাক্ষ্য কাশ্যপ রয়েছে নবম স্থানে, সাড়ে চার পয়েন্ট পেয়ে। তবে ত্রিপুরার স্বর্ণদ্বীপ নাথ ও প্রান্তিক দেবনাথের পয়েন্টও সাড়ে চার করে। গুজরাটের যতি আগরওয়াল রয়েছে ১২ তম স্থানে। বাংলাদেশের মুত্তাকিন মন্ডল রয়েছে ১৬ নম্বর স্থানে। এনএআরসিসি-র ইনডোর হলে আয়োজিত এই দাবা প্রতিযোগিতা আগামীকাল দুই বেলায় হবে সপ্তম ও অষ্টম রাউন্ডের খেলা। বৃহস্পতিবার সকালে অন্তিম রাউন্ডের খেলা শেষে বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *