জয়ের হ্যাট্রিক গন্ডাছড়ার টানা জয় লংতরাই ভ্যালিরও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। জয়ের হ্যাট্রিক গন্ডাছড়ার। পর পর খেলায় কাঞ্চনপুর ও কমলপুরকে হারানোর পর আজ, মঙ্গলবার ধর্মনগরকে হারিয়ে গন্ডাছড়ার ছেলেরা জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। টানা তিন ম্যাচে জয়ের সুবাদে গন্ডাছড়া যথারীতি সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। পরবর্তী ম্যাচে লংতরাইভ্যালিকে হারাতে পারলেই কেল্লা ফতে গন্ডাছড়ার। কৈলা শহরের আর কে আই স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ধর্মনগর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে করে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক কার্তিক পাল ও সৈকত বিশ্বাস দুজনেই ২৪ করে রান সংগ্রহ করলেও অতিরিক্ত খাতে পায় ৩৫ রান। গন্ডাছড়ার বোলার রাজেশ দেববর্মা তিনটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে গন্ডাছড়া ৪২.৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ওপেনার সুদীপ চক্রবর্তীর অনবদ্য অপরাজিত 72 রান দলের জয়ের পেছনে মুখ্য ভূমিকা নেয়। অধিনায়ক প্রতীক বিশ্বাস পেয়েছে ৩১ রান। ওপেনার সুদীপ চক্রবর্তী পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

কৈলাশহরের আরকেএম স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে লংতরাইভ্যালি আট উইকেটের ব্যবধানে কাঞ্চনপুরকে পরাজিত করেছে। লংতরাইভ্যালির পক্ষে এটি টানা দ্বিতীয় জয়। টস জিতে এলটিভি প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিলে কাঞ্চনপুর ৪২.১ ওভার খেলে ১৫৪ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে তাপস রিয়াংয়ের ৩১ রান ও রুপম নাথের ২৯ রান উল্লেখযোগ্য। এল টিভির তুজিম দেওয়ান ও অনিকেত রায় তিনটি করে উইকেট পেয়েছে। পাল্টাবে ব্যাক করতে নেমে লং তরাইভ ওপেনার অর্ঘ্যদীপ চৌধুরী অপরাজিত থেকে ৭৭ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। সঙ্গে সুজিত ঋষি দাসের ২৩ রানও উল্লেখযোগ্য। দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে অর্ঘ্যদীপ প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।