শিলিগুড়ি, ১০ এপ্রিল (হি. স.): একাধিক অন্যান্য দাবিতে সরব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীরা। সোমবার মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান তাঁরা। কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফোরামের তরফে হাসপাতাল সুপার অফিসের সামনে এই বিক্ষোভ চলে।
আন্দোলনকারীদের তরফে ফোরামের সম্পাদক সজল দত্ত বলেন, ‘দীর্ঘ ১০-১২ বছর ধরে আমরা এখানে অস্থায়ী হিসাবে কাজ করছি। অথচ বার বার দাবি জানিয়েও স্থায়ীকরণ করা হয়নি। বেতনও বাড়ানো হচ্ছে না। আমাদের সাফাই কর্মী হিসাবে বেতন দেওয়া হচ্ছে, অথচ ডাটা এন্ট্রি অপারেটর, অপারেশন থিয়েটার সহ বিভিন্ন জায়গায় চেয়ার টেবিলে বসে খাতাপত্রের কাজ করানো হচ্ছে। আমরা এই কাজ করতে রাজি। তবে সেই কাজের জন্য বেতন বাড়ানো হোক।’
দাবি আদায়ে আগামীতে আরও বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন ফোরামের সভাপতি প্রশান্ত সেনগুপ্ত সহ অন্যরা। হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক জানিয়েছেন, এজেন্সির মাধ্যমে এই নিয়োগ হয়। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার নেই।