আগরতলা, ১০ এপ্রিল৷৷ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকগণ অত্যন্ত জটিল ও সূক্ষ অস্ত্রোপচারের মাধ্যমে আবারও সফলভাবে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারী সম্পন্ন করলেন৷ আগরতলার ক্যাম্পের বাজার এলাকার প্রতিক্ষা সরকার নামে এক শিশু জন্মগত মূক ও বধির ছিল৷ আগরতলা এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকগণ গত ১ এপ্রিল শিশুটির আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষার পর অে’াপচার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন৷ এই অস্ত্রোপচারে চিকিৎসকরা খুবই উন্নতমানের ইলেকট্রনিক্স ডিভাইস মাথার খুলির ভিতরে মস্তিষ্কের খুব কাছে প্রতিস্থাপন করেন৷ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে সম্পর্ণ বিনামূল্যে ভারত সরকারের এডিআইপি এই ইমপ্ল্যান্টটি সরবরাহ করে থাকে৷ এই ইমপ্ল্যান্টটির মূল্য প্রায় ৬ লক্ষ টাকা৷ সার্জিকেল টিমে মেন্টর সার্জন ছিলেন নাক, কান ও গলা বিভাগের সার্জন প্রফেসর ডাঃ অমিতাভ রায় চৌধুরী এবং নাক, কান ও গলা বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক ডাঃ বিপ্লব নাথ৷ এনেসথেসিওলজিস্ট ছিলেন ডাঃ অনুপম চক্রবর্তী৷ এছাড়াও অস্ত্রোপচারে ওটি স্টাফ নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন৷ অস্ত্রোপচারের পর বর্তমানে শিশুটি সুুস্থ ও স্বাভাবিক আছে৷ এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালে ইএনটি বহির্বিভাগে প্রতি শুক্রবার ককলিয়ার ইমপ্ল্যন্ট ক্লিনিকের সুুবিধা রয়েছে৷ এই সুুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷
2023-04-10