ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল।। উদয়পুরকে হারিয়ে বিলোনিয়ার চমক। অপর খেলায় দুর্দান্ত জয় ছিনিয়ে জয়ের ধারা অক্ষুন্ন রেখে এগুচ্ছে শান্তিরবাজার। খেলা অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বি গ্রুপের খেলা। শান্তিরবাজারে বাইখোরা স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বিলোনিয়া ৬১ রানের ব্যবধানে উদয়পুরকে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচের মাথায় বিলোনিয়ার এটি প্রথম জয়। সকালে ম্যাচ শুরুতে টস জিতে বিলোনিয়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মানিক সরকারের অপরাজিত ৭৩ রান এবং নজরুল ইসলাম শুভর ৪৭ রান উল্লেখযোগ্য। উদয়পুরের দেবজিৎ শর্মা ২১ রানে এবং সুপ্রতিম দেবনাথ ৪৪ রানে তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে উদয়পুর ৩৩.১ ওভার খেলে ১৩২ রানী ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে সানিত সাহা সর্বাধিক ৩৫ রান পায়। বিলোনিয়ার তপন ঘোষ কুড়ি রানে তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়।
সাব্রুম স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর খেলায় শান্তিরবাজার ৬১ রানের ব্যবধানে সোনামুড়াকে হারায়। শান্তির বাজারের পক্ষে এটি টানা দ্বিতীয় জয়। টস জিতে শান্তির বাজার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৩৮.৫ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিব নোয়াতিয়ার ২১ রান এবং দ্বীপায়ন রায়ের ২০ রান যতটুকু উল্লেখযোগ্য, তার চেয়ে বেশি চমকপ্রদ অতিরিক্ত খাতে প্রাপ্ত ৫৯ রান। সোনামুড়ার আবু বক্কর সিদ্দিকী ১৭ রানে চারটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে। সাগর দাস পেয়েছে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সোনামুড়ার ইনিংস শেষ হয়ে যায় ১০০ রানে। ৩৩.৪ ওভার খেলে। দলের পক্ষে তানভীর সোহেলের অপরাজিত ১৯ রান উল্লেখ করার মতো। শান্তির বাজারের আরিফ মিয়া তিনটি এবং জয় চক্রবর্তী ও আমন দেবনাথ দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের জয় চক্রবর্তী পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

