হার্ভে:- ১০৬/৮(২০)
শতদল:- ১০৭/৩(২০)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে শতদল সংঘ। ঘরোয়া টি-টোয়েন্টি আসরে চতুর্থ ম্যাচের মাথায় প্রথম জয় শতদলের। তাও হার্ভেকে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে। খেলা ছিল দিনের দ্বিতীয় ম্যাচ। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলায় শতদল সংঘ আজ ৭ উইকেটে হার্ভে ক্লাবকে পরাজিত করেছে। দুপুর সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে হার্ভে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভম সাইনির অপরাজিত ৩৫ এবং ওপেনার প্রতি দেববর্মার ২৯ রান উল্লেখযোগ্য। শতদলের বাচ্চু মিয়া ও ভিকি সাহা দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে শতদল সংঘ ১৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। প্রথম বলে ওপেনার দ্বীপায়ন বোল্ড হয়ে প্যাভিলিয়নের ফিরলেও সাদব খান ও অধিনায়ক সম্রাট সিংহের প্রথম উইকেটের জুটি দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। সাদব ২৯ বল খেলে দুটি বাউন্ডারি এবং নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত ভাবে ৭২ রান সংগ্রহ করে। সম্রাট ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। হার্ভের আকাশ কুমার সিং, তথাগত চক্রবর্তী ও পৌরুষ মিশ্র প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। শাদব খান পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।

