আগরতলা, ১০ এপ্রিল (হি.স.) : উত্তরপত্র পুনঃমূল্যায়নের দাবিতে ফের শিক্ষা ভবনে ডেপুটেশনে মিলিত হয়েছে টেট পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, অতিসত্তর সিলেবাস বর্হিভূত প্রশ্নগুলির নম্বর প্রদান করা হোক।
জনৈক পরীক্ষার্থী অভিযোগ করেন, ২০২২ সালের টেট পরীক্ষায় টিআরবিটি যে প্রশ্নপত্র করেছে তাতে ২৩টি প্রশ্নই সিলেবাস বর্হিভূত ছিল। সেগুলির নম্বর প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।কিন্তু টিআরবিটি শুধুমাত্র একটি কিংবা দুটি ক্ষেত্রেই ত্রুটির কথা স্বীকার করেছে।এ বিষয়ে একাধিক বার যোগাযোগ করা হলেও সমস্যার সমাধান মিলেনি। তাই তাঁরা উত্তরপত্র পুনঃমূল্যায়নের দাবিতে ফের শিক্ষা ভবনে ডেপুটেশনে মিলিত হয়েছেন।
তাঁদের দাবি, সিলেবাস বর্হিভূত ২৩টি প্রশ্নের নম্বর প্রদান করা হোক।

