নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে করা হয় সদর গ্রামীণ জেলা কিষাণ মোর্চার উদ্যোগে কিষাণ সম্মান নিধি প্রাপ্ত কৃষকদের সম্মাননা প্রদান৷দেওয়া হয় স্লোগান৷এই সময় দেখা যায় কিষাণ মোর্চার পশ্চিম জেলা কমিটির সভাপতি,তথা গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান সমির দাসও নিচ্ছেন কিষাণ সম্মান নিধি৷ নিজেকে গরীব কিষাণ বলে দাবি করেন৷অন্যদিকে দলীয় ব্যানার নিয়ে দলবল নিয়ে ঢুকে পড়েন স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে৷ রাজনৈতীক দলের নেতাদের এই অবস্থা দেখে হতবাক রোগীরা৷এই কাণ্ডে রীতিমতো নিন্দার ঝড় বইছে সচেতন মহলে৷ কি করে কান্ডজ্ঞানহীন ভাবে একটা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই সব করতে পারেন নেতারা৷ রহস্যজনক ভাবে এই কর্মসূচিতে অনুপস্থিত বামুটিয়া বিধানসভা কেন্দ্র প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস৷ যার কারণে বামুটিয়া বিধানসভায় রাজনৈতিক মহলে সৃষ্টি হয় ব্যাপক জল্পনার৷
2023-04-10

