বিজেপি বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে সাফাই অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷  বিজেপির প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে সারাদেশেই নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য নানা সামাজিক কাজকর্ম হাতে নেওয়া হয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নির্বাচনে এলাকাতেও ইতিমধ্যেই নানা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এবং আরো বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷
তারই অঙ্গ হিসাবে সোমবার  ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাফাই অভিযান সংগঠিত করা হয়৷ এদিন  আগরতলা শহরের বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযান করে বিজেপি-র নেতা ও কর্মীরা৷ মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা জানান দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রদেশ নেতৃত্বের নির্দেশে ৬ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচী দেওয়া হয়েছে৷ সেই কর্মসূচী গুলি ধারাবাহিক ভাবে সংগঠিত করা হচ্ছে৷ আগামী দিনে বাকী কর্মসূচী গুলির  সঠিক রুপায়ন ঘটাতে সমস্ত মোর্চার কার্যকর্তাদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি৷ ছিলেন সদর জেলার সম্পাদক নারায়ণ দত্ত সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *