বাসন্তী, ৯ এপ্রিল (হি. স.) অটো ও ম্যাজিক ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক অটো যাত্রীর। মৃতার নাম করুণা মাহাতো(৩৭)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তীর হোগল সেতু সংলগ্ন এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গোসাবার চণ্ডীপুরের বাসিন্দা দশজন একটি অটোয় চেপে মগরাহাট এলাকা থেকে গদখালি ফিরছিলেন। হোগল সেতুর কাছে ঐ অটোটিতে পেছন থেকে ধাক্কা মারে একটি ম্যাজিক গাড়ি। রাস্তার পাশেই উল্টে যায় অটোটি। গুরুতর জখম হন অটোর যাত্রীরা। তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আসার পথেই মৃত্যু হয় করুণার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।

