BRAKING NEWS

বিজেপির কৃষান মোর্চার উদ্দ্যোগে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বচ্ছ ভারত অভিযান ও রুগিদের মধ্যে ফল মিষ্টি বিতরন

শান্তিরবাজার, ৯ এপ্রিল (হি. স.) : বিজেপির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে একগুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। জোলাইবাড়ী মন্ডলের বিভিন্ন মোর্চার উদ্দ্যোগে প্রতিনিয়ত চলছে নানান কর্মসূচী। এই কর্মসূচীর মধ্যে রবিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কৃষান মোর্চার উদ্দ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করাহয়।

আজকের এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন বিজেপির নেতৃত্ববৃন্দরা। এই স্বচ্ছ ভারত অভিযান শেষে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত রুগিদের মধ্যে মিষ্টি ও ফল বিতরন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, কৃষান মোর্চার মন্ডল সভাপতি সুজিত দত্ত, কৃষান মোর্চার নেতৃত্ব আশিষ পাল, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
আজকের এই অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন দিকগুলি পরিদর্শন করলেন। তিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বললেন। এই মত বিনিময়ের স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর নিকট তুলে ধরলেন স্বাস্থ্যকর্মীরা।

আজকের এই কর্মসূচী মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান তিনি রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি সারপ্রাইজ ভিজিট করেছেন। তিনি প্রতিনিয়ত জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দফতর সারপ্রাইজ ভিজিট করবেন। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের লোকজনেরা যাতেকরে সঠিকপরিষেবা পান তারই প্রয়াসে তিনি কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *