গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : আগামী ১৪ এপ্রিল অসমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) এবং তিনটি নতুন মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি, জানান মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
আজ রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর অসম সফর সম্পর্কে নানা তথ্য দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৪ তারিখ বহাগ বিহুর (পয়লা বৈশাখ) আগের দিন গুয়াহাটি উপকণ্ঠ চাংসারিতে নবনির্মিত এইমস-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিনই ভার্চুয়ালি অসমের আরও তিনটি যথাক্রমে নলবাড়ি, নগাঁও এবং কোকরাঝাড় মেডিক্যাল কলেজ হাসপাতাল উদ্বোধন করবেন তিনি। প্ৰধানমন্ত্ৰী এদিন এইমস গুয়াহাটি থেকে স্বাস্থ্য খাতে অন্যান্য উদ্যোগেরও উদ্বোধন করবেন। এগুলির মধ্যে একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল এবং আসাম অ্যাডভান্স হেলথকেয়ার ইনোভেটিভ ইনস্টিটিউট (এএএইচআই), যা আইআইটি গুয়াহাটি ক্যাম্পাসে স্থাপিত হবে।
এছাড়া একটি গবেষণা প্রতিষ্ঠান, একটি স্নাতকোত্তর মেডিক্যাল কলেজ এবং একটি ৩৫০ শয্যা বিশিষ্ট মাল্টি-স্পেশালিটি হাসপাতাল অন্তর্ভুক্ত থাকবে, যা উন্নত প্রযুক্তির ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানকে অন্য ধাপে নেওয়া হবে। কামরূপ জেলার আমিনগাঁওয়ে আইআইটি-গুয়াহাটি ক্যাম্পাসে এ ধরনের একটি গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
এতে আইআইটি গুয়াহাটির ইঞ্জিনিয়ারিং দল এবং চিকিৎসা কর্মীদের মধ্যে সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য প্রকৌশল সমাধানের জন্য দেশীয় যন্ত্র তৈরি করা হবে। কেবল তা-ই নয়, শংকরদেব কলাক্ষেত্রে গৌহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানে এবং সরুসজাই স্টেডিয়ামে রঙালি বিহুর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।
মুখ্যমন্ত্ৰী জানান, অতি সম্প্রতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্স চালু করার জন্য জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি) থেকে অনুমোদন পেয়েছে কোকরাঝাড় মেডিক্যাল কলেজ। এ মাসের শুরুর দিকে নলবাড়ি মেডিক্যাল কলেজও এনএমসি-র অনুমোদনের পেয়েছে। এরই মধ্যে রাজ্যে সরকারি ১২টি মেডিক্যাল কলজে এমবিএস কোর্সে আসনের সংখ্যা বেড়েছে ১,৫০০।
মেডিক্যাল কলেজগুলি উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী আয়ুষ্মান অসম উদ্যোগ, পাঁচ লক্ষ রেশন কার্ডধারী পরিবারকে স্বাস্থ্য বিমা প্রদান এবং ১ কোটি ১০ লক্ষ কার্ড তৈরি সংক্রান্ত উদ্যোগের শুভারম্ভ করবেন। তিনি জানান, ২৭ লক্ষ পরিবারকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে।
ড. শৰ্মা জানান, ১৪ এপ্রিল উজান অসমের ডিব্রুগড় জেলার নামরূপে প্রতিদিন ৫০০ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সহ আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড-এর নতুন সংস্থাপিত মিথানল প্ল্যান্টের উদ্বোধন করবেন। এছাড়া ব্রহ্মপুত্রের ওপর ৩,১৯৭ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত শুয়ালকুচি-পলাশবাড়ি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্ৰী বলেন, গুয়াহাটি-উত্তর গুয়াহাটি সেতুর নির্মাণকাজ আগামী অর্থ বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য ধার্য করা হয়েছে। এছাড়া রংঘর সৌন্দর্যায়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদী। সব প্রকল্প সরুজাই স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন ও শিলান্যাস করবেন।
হিমন্তবিশ্ব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ১৪ এপ্ৰিল ১১,০০০ প্লাস শিল্পী সর্বকালীন সর্ববৃহৎ সম্মিলিত বিহুনৃত্য প্রদর্শন করবেন সরুসজাই স্টেডিয়ামের মাঠে। গোটা অসমের সব জেলা থেকে বিহু নৃত্যশিল্পীরা ১০ এপ্রিল গুয়াহাটিতে পৌঁছে যাবেন। ওই দিন পৌঁছে সম্মিলিতভাবে তিন দিনের ড্রেস রিহার্সালের পর তাঁরা ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর সামনে ১৫ মিনিট বিহু নৃত্য প্রদর্শন করবেন।