বড়জলা এলাকায় বিভিন্ন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷  বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে রক্তদানের তৎপরতা দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে৷ উল্লেখ্য বিধানসভা নির্বাচন চলাকালে রাজ্যে রক্তদানের প্রবণতা কমে গিয়েছিল৷ ফলে রাজ্যের বারোটি সরকারি ব্লাড ব্যাংক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তের শূন্যতা দেখা দেয়৷৷ রক্তের সংকট দেখা দেওয়ায় সংকটাপন্ন রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছিল৷ বিষয়টি নজরে আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যাতে সংকটাপন্ন মানুষের সেবায় আত্মনিয়োগের লক্ষ্যে প্রতিটি ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সহ অন্যান্যরা রক্তদানে এগিয়ে আসেন৷ সেই আহবানে সাড়া দিয়ে ব্যাপক সংখ্যায় মানুষ রক্তদানে এগিয়ে আসতে শুরু করেছেন৷৷ গত কিছুদিন ধরে যেভাবে রক্তদান শিবির সংঘটিত হচ্ছে তাতে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের শূন্যতা অনেকটাই পূরণ হয়ে গেছে৷রাজধানীর নতুন নগর দীঘালিয়া বিদ্যুৎসাহী সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির৷ এইদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস৷ উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহি সংঘের পদাধিকারিরা৷ এইদিনের শিবিরে বিদ্যুৎসাহি সংঘের সদস্য সদস্যারা উৎসাহের সাথে রক্তদান করেন৷ এইদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস বলেন রক্তের সঙ্কট দেখা দেওয়ার পর মুখ্যমন্ত্রী রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমগ্র রাজ্য জুড়ে রক্তদান শিবির চলছে৷ অনুরুপ ভাবে বড়জলা বিধানসভা এলাকায়ও শিবিরের আয়োজন করা হচ্ছে৷ বড়জলা বিধানসভা এলাকায় ৫৪ টি ক্লাব রয়েছে৷ চেষ্টা চলছে প্রতিটি ক্লাব যেন রক্তদান শিবিরের আয়োজন করে৷ প্রতিটি শিবিরে ২৫ থেকে ৩০ জন রক্তদাতা রক্তদান করছে৷ বাকি রক্তদাতাদের নাম নথিভুক্ত করে রাখা হচ্ছে প্রতিটি ক্লাবে৷ পরবর্তী সময় হাসপাতালে রক্তের প্রয়োজন হলে এই রক্তদাতারা হাসপাতালে গিয়ে রক্তদান করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *