করিমগঞ্জ (অসম), ৯ মার্চ (হি.স.) : অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের করিমগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ১০ থেকে ১২ এপ্রিল অর্থাৎ সোম থেকে বুধবার পর্যন্ত করিমগঞ্জে অসমী বহাগী মেলা ২০২৩-এৰ আয়োজন করা হয়েছে।
করিমগঞ্জ জেলার আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের উৎপাদিত বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করতে করিমগঞ্জ শহরে স্টিমারঘাটের গুদাম প্রাঙ্গণে তিন দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। সোমবার বেলা ১২টায় স্টিমারঘাট গুদাম প্রাঙ্গণে এই মেলার শুভ সূচনা করা হবে বলে এক প্রেস বার্তায় জানিয়েছেন করিমগঞ্জের জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তা।