BRAKING NEWS

শিক্ষকদের পুরো বেতন দিচ্ছে না কেজরিওয়াল সরকার : বিধুরি

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.) : দিল্লি বিধানসভায় বিরোধী দলের নেতা রামবীর সিং বিধুরি কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন আটকানোর অভিযোগ করেছেন। শনিবার বিধুরি বলেন, শিক্ষা বিপ্লব এবং শিক্ষকদের স্বার্থের ডাক দেওয়া কেজরিওয়াল সরকার শিক্ষকদের শোষণ করছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১২টি কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা, সমগ্র শিক্ষা কর্মসূচির অধীনে নিযুক্ত শিক্ষক এবং বৃত্তিমূলক শিক্ষকরা তাদের বেতনের জন্য লড়াই করছেন। কেন্দ্রীয় সরকার থেকে শিক্ষকদের সামগ্রিক শিক্ষা কার্যক্রমের জন্য তহবিল দেওয়া হলেও দিল্লির সরকার তা দিচ্ছে না ।

বিধুরি বলেন, দিল্লি সরকার শিক্ষকদের সমাজের মেরুদণ্ড বললেও তাদের সঙ্গে সৎ মায়ের আচরণ করা হচ্ছে। তিনি বলেন, সর্বশেষ ঘটনাটি সামগ্রিক শিক্ষা কার্যক্রমের সাথে সম্পর্কিত। কেন্দ্রের এই প্রকল্পের অধীনে, শিক্ষকদের ৩৮,১০০ টাকা বেতন দেওয়া হয়। এর মধ্যে ২০,০০০ টাকা কেন্দ্রীয় সরকার দেয় এবং বাকি টাকা দিল্লি সরকারকে দিতে হয়। কেন্দ্রীয় সরকার সারা বছরের বেতন দিল্লি সরকারকে একযোগে ছেড়ে দেয়, কিন্তু দিল্লি এই শিক্ষকদের বেতনের অংশ দিচ্ছে না। শিক্ষকরা বকেয়া বেতনের জন্য দিল্লির শিক্ষা অধিদফতরের কাছে গেলে তারা বেতন দিতে অস্বীকার করেন এবং এমনকি আদালতে যেতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *