নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ ইন্ডিয়ান আর্মির পূর্বোত্তর ভারত পরিক্রমা শীর্ষক গাড়ির র্যালি বিগত কুড়ি দিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রায় পাঁচ হাজার কিলোমিটার পরিক্রমা করেছে৷ এই রেলিতে ১১টি গাড়ি রয়েছে যার মধ্যে ৩৮ জন ইন্ডিয়ান আর্মির জওয়ান রয়েছেন৷ উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্য পরিক্রমা করে তারা শনিবার ত্রিপুরা এসে পৌঁছলেন৷ ত্রিপুরার অ্যালবার্ট এক্কা পার্কে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ এছাড়াও শহীদদের পরিবারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ এই যাত্রাটি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের পোর্ট উইলিয়াম থেকে যা এখনো পর্যন্ত ভারতের আটটি রাজ্য পরিক্রমা করে৷ এই রেলির উদ্দেশ্য হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ৭ বোন এবং এক ভাইয়ের রাজ্য পরিদর্শন করা সেখানে যে সকল তরুণ বীর জোয়ানরা শহীদ হয়েছেন , এছাড়াও যারা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে, তাদের দেশ ভক্তির বার্তা ছড়িয়ে দেওয়া৷
2023-04-08