চালসা, ৮ এপ্রিল (হি.স.) : জলপাইগুড়ির চালসায় ফের বিশালাকার কিং কোবরা উদ্ধার হল। শনিবার মেটেলি ব্লকের বড়োদিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের ওজন লাইন থেকে উদ্ধার হয় সাপটি।
এদিন স্থানীয়রাই সাপটি দেখতে পেয়ে খবর দেন বন দফতরকে। খুনিয়া স্কোয়াড থেকে বনকর্মীরা নিয়ে আসেন চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাইকে। প্রায় আধঘণ্টার চেষ্টায় দিবস বনকর্মীদের সহযোগিতায় ১১ ফুটের কিং কোবরাটিকে উদ্ধার করেন। সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারা জঙ্গলে ছাড়া হয়েছে বলে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান। উল্লেখ্য এর আগেও টিলাবাড়ি ডিভিশন এলাকা থেকে কিং কোবরা উদ্ধার হয়েছে।