কোভিড আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে রোজই, ভারতে ২২০.৬৬-কোটির গণ্ডি ছাড়াল টিকাকরণ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় নতুন মাইলফলক অতিক্রম করল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০২ হাজার ৩৩৪ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২২০.৬৬-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৬ এপ্রিল সারা দিনে ভারতে ১,৭৮,৫৩৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। পরীক্ষিত ১,৭৮,৫৩৩ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,০৫০ জন।