পুদুচেরি, ৭ এপ্রিল (হি.স.): করোনার সংক্রমণ বৃদ্ধি পেতেই সতর্কতা অবলম্বন করল কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। পুদুচেরিতে শুক্রবার থেকে পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। জেলা কালেক্টর ই ভাল্লাভান বলেছেন, পুদুচেরিতে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।প্রসঙ্গত, পুদুচেরিতে শুক্রবারই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ জন। নতুন করে অবশ্য কারও মৃত্যু হয়নি। পুদুচেরিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২০৬-এ পৌঁছেছে। করোনা বাড়তেই এই কেন্দ্রশাসিত অঞ্চলে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
2023-04-07

