চণ্ডীগড়, ৭ এপ্রিল (হি.স.) : জেল থেকে বেরিয়ে আসার পর শুক্রবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি নভজ্যোত সিধু। বৃহস্পতিবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি।
খাড়গের সঙ্গে দেখা করার পর টুইট করেছেন নভজ্যোত সিধু। তিনি লিখেছেন নয়বার বিধায়ক, তিনবার সাংসদ, সুবিধাবঞ্চিতদের চ্যাম্পিয়ন, সত্যের কণ্ঠস্বর, বিশ্বাসযোগ্যতা আপনার নাম মল্লিকার্জুন খাড়গে। সিধু বলেছেন, খড়গে কংগ্রেসের জন্য ইতিবাচক শক্তি এবং সৌভাগ্য নিয়ে এসেছেন।
কংগ্রেস নেতাদের সঙ্গে সিধুর বৈঠককে পাঞ্জাব কংগ্রেসে সম্ভাব্য পরিবর্তনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। জেল থেকে ছাড়া পেয়ে সিধু নিজের রাজনৈতিক লাইন আঁকতে শুরু করেছেন।
পাটিয়ালায় পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়াডিং এবং বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়া দ্বারা আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার পরিবর্তে, সিধু নিজের জন্য পথ পরিষ্কার করছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।