জেসিসি:- ১৩৩/৯(২০)
ওপিসি:- ১১৬/৯(২০)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।।জয়ের হ্যাটট্রিক করলো জে সি সি। শুক্রবার জে সি সি ১৭ রানে পরাজিত করলো ও পি সি কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে। এম বি বি সটেডিযামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান জে সি সি-র উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরুপম সেন। করেন ৬২ রান। সকালে প্রথমে ব্যাঐট করার সুযোগ পেয়ে জে সি সি নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরুপম সেন ৫৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, জয় কিষান সাহা ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং অনিরুদ্ধ সাহা ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ও পি সি-র পক্ষে অভিজিৎ চক্রবর্তী (২/২৬) এবং মতি ত্রিপুরা (২/২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে একসময় জাকিয়ে বসেছিলো ও পি সি। কিন্তু জে সি সি-র বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত মূল্যবান পয়েন্ট পেয়েই মাঠ ছাড়েন বিশ্বজিৎ পালের ছেলেরা। ও পি সি নির্ধারিত ওভারে ১১৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আকাশ আনন্দ ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, বৈভব মালি ২১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং দুর্লভ রায় ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায।এ ২১ রান করেন। জে সি সি-র পক্ষে অভয় দ্বিভেদী (৩/২০), ভিপীন কুমার শর্মা (২/২) এবং বিকাশ মজুমদার (২/৩৮) সফল বোলার।

