গাজা, ৭ এপ্রিল (হি.স.): ফের প্যালেস্টাইনের গাজায় মিসাইল হামলা চালাল ইজরায়েল। শুক্রবার ভোরবেলা থেকেই গাজা ও লেবাননের দিকে ধেয়ে আসে একেরপর এক ইজরায়েলি মিসাইল। বৃহস্পতিবারের হামলার পালটা হিসেবেই ইজরারেয়েলের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।প্রসঙ্গত, গত বুধবার জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে প্যালিস্টিনিয়ান প্রার্থনাকারীদের মারধর করার অভিযোগ ওঠে ইজরায়েলি পুলিশের বিরুদ্ধে। এরপরই আবারও উত্তপ্ত হয়ে ওঠে গোটা অঞ্চল। ইজরায়েলের দিকে পরপর কয়েকটি রকেট ছোঁড়া হয় গাজার দিক থেকে।
2023-04-07

