নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বড়সড় ভাঙন ধরল কংগ্রেসের। শুক্রবার কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা কিরণ কুমার রেড্ডি।
বিজেপিতে যোগ দেওয়ার পর কিরণ কুমার রেড্ডি বলেছেন, “আমি কখনই ভাবিনি, আমাকে কংগ্রেস ছাড়তে হবে… একটি কথা আছে-”আমার রাজা খুব বুদ্ধিমান, তিনি নিজে চিন্তা করেন না, কারও পরামর্শও শোনেন না।” কিরণ কুমার রেড্ডিকে বিজেপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী বলেছেন, “কিরণ কুমার রেড্ডির পরিবারের অনেক সদস্য কংগ্রেসে ছিলেন। কিছুক্ষণ আগে যখন আমি তাঁর সঙ্গে দেখা করি, তখন তিনি আমাকে বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী মোদীর দ্বারা প্রভাবিত। তিনি এবার বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইকে শক্তিশালী করবেন কারণ একজন বিধায়ক এবং মন্ত্রী হিসাবে তাঁর ভাবমূর্তি অত্যন্ত পরিষ্কার।”

