আগরতলা, ৬ এপ্রিল (হি. স.) : আগরতলায় বাঁশ বিক্রি করতে এসে নিখোঁজ এক ব্যক্তি। পরিবারের সদস্যদের দাবি, মানসিকভাবে অসুস্থ তিনি। দিশেহারা হয়ে প্রশাসনের কাছে নিখোঁজ স্বামীকে খুঁজে দেওয়ার আর্জি জানিয়েছেন স্ত্রী।
গোলাঘাটি বিধানসভার আমতলী থানাধীন কাঞ্চনমালার ১নং ওর্য়াডের ঋষি কলোনির বাসিন্দা নিখিল ঋষি দাস(৬২) দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। পেশায় তিনি বাঁশ বিক্রেতা ছিলেন। কিন্তু মানসিকভাবে অসুস্থ হওয়ার পর থেকে আগরতলায় বাঁশ বিক্রি বন্ধ করে সারাক্ষণ বাড়িতেই থাকতেন। কিন্তু বুধবার সকালে পুনরায় তিনি আগরতলায় বাঁশ বিক্রির উদ্দেশ্য বের হয়েছিলেন। সারাদিন অতিক্রান্ত হওয়ার পরও তিনি বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা গভীর চিন্তায় পরে যান।অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে রাতে আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিখিল ঋষি দাসের স্ত্রী শিল্পী ঋষি দাস সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে জানিয়েছেন, তাঁর স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল থেকে তিনি নিখোঁজ। নিখোঁজ স্বামীকে ফিরে পেতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন।