গোলাঘাট (অসম), ৬ এপ্রিল (হি.স.) : নিরপরাধী নাগরিকদের কোনও অবস্থায় হয়রানি না করতে আসাম পুলিশের নবনিযুক্ত নিরস্ত্ৰ কনস্টেবলদের সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আজ গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির পাসিং আউট অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে অ্যাকাডেমির ক্যাম্পাসে পাসিং আউট প্যারেডে নতুন নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেছেন।
পাসিং আউট উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী জানান, আসাম পুলিশের শূন্যপদ পূরণ করতে ১,৭০০-এর বেশি নিরস্ত্র কনস্টেবল নিয়োগ করেছে রাজ্য সরকার। এঁদের মধ্যে ৫৩৫ জন যুবতী রয়েছেন। এছাড়া আগামী ১১ মে আরও প্ৰায় ৬,৫০০ জন পুলিশ কর্মী নিয়োগ করা হবে৷ তিনি বলেন, আসাম পুলিশের এই ১৭৮-তম ব্যাচ লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির প্রথম ব্যাচ। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত পুলিশ ট্রেনিং কলেজকে লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমি হিসেবে আপগ্রেড করা হয়েছে।
নবনিযুক্তদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সাহস, সততা, এবং জবাবদিহিতার সাথে আপনাদের জনগণ ও জাতির সেবা করতে হবে।’ ড. শর্মা নতুন নিয়োগপ্রাপ্তদের আরও বলেন, ‘অনেক সময় ইউনিফর্মের অপব্যবহারের দরুন জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব বাড়ে। ফলে সাধারণ মানুষের মনে আপনাদের ক্ষমতার প্রতি বিদ্বেষ তৈরি হয়। আমাদের জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। দরিদ্র রিকশা চালকদের মারধর করা অতীতের বিষয়। আসাম পুলিশের লাঠি, বন্দুক এবং সাহস শুধুমাত্র অপরাধীদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত। সাধারণ মানুযের আস্থাভাজন হওয়ার আপ্রাণ চেষ্টা করবেন।’
তিনি বলেন, ‘কয়েক দশক ধরে উগ্ৰপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের ফলস্বরূপ রাজ্যের থানাগুলির পরিবেশ খুব একটা জনবান্ধব ছিল না। কিন্তু সেই পরিস্থিতি আজ পরিবর্তিত হয়েছে।’
হিমন্তবিশ্ব বলেন, আসাম পুলিশ এখন মাদকের বিরুদ্ধে দূরদর্শী লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে। গত দু বছরে এনডিপিএস আইনের অধীনে ৪,৬৪৬টি মামলা নথিভুক্ত এবং ৭,,৭২৩ জনকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। একইভাবে, মানব পাচারের ২০৩টি মামলা দায়ের করাৰ পাশাপাশি ১৭৩ জন পাচারকারীকে গ্রেফতার এবং ৩৫৮ জনকে উদ্ধার করা হয়েছে।’ বলেন, সরকার গত দু বছরে পাঁচটি কমান্ডো ব্যাটালিয়ন তৈরি করেছে। ভবিষ্যতে বন বিভাগে ৬,৩৭৩ জন কর্মী নিয়োগ করতে যাচ্ছে, যোগ করেন তিনি। মুখ্যমন্ত্ৰী নবনিযুক্ত কনস্টেবল সহ রাজ্যের সর্বস্তরের পুলিশকর্মীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
ডিজিপি জিপি সিং বলেন, ‘গত দু বছরে আমরা আসাম পুলিশের বিভিন্ন পদে এই ১,৭১৫ জনকে সহ ১৪,৩১৫ জন কর্মী নিয়োগ করেছি। এর পর সেপ্টেম্বর-অক্টোবরে আরও ৪,৫০০ জন কর্মীর পাস আউট হবে। আসাম পুলিশে কখনও এই বিপুল সংখ্যার পাসিং আউট প্যারেড হয়নি। এটি ঐতিহাসিক, সবচেয়ে বড় ব্যাচ।’ সিং বলেন, একবার এই ১৯ হাজার কর্মী নিয়োগ করা হলে আসাম পুলিশে কোনও শূন্যপদ থাকবে না। এই কৃতিত্ব অর্জনের জন্য দেশের একটি বিরল বাহিনী হবে অসমে, বলেন ডিজিপি জিপি সিং।