আসাম রাইফেলসকে হারিয়ে আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে বিদ্যাসাগর বিদ্যালয় জয়ী

আ: রাইফেলস-‌১১৯/‌৫

বিদ্যাসাগর বিদ্যা: ১২০/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।।প্রথমবর্ষ আসরের উদ্বোধনী ম্যাচে জয় পেলো বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়। ৪ উইকেটে পরাজিত করলো শক্তিশালী আসাম রাইফেলস স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের স্কুল ক্রিকেটে। প্রথমবর্ষ আসর হওয়ায় বালিকা ক্রিকেটারদের অভিজ্ঞতা নেই বললেই চলে। এরই প্রভাব দেখা গেলো মাঠে। মোট ২৩৯ রানের মধ্যে অতিরিক্ত খাঐতে আসে ১০৩ রান। এরমধ্যে আসাম রাইফেলস পায় ৭২ রান। ড:‌ বি আর আম্বেদকর মাঠে অসাম রাইফেলসের গড়া ১১৯ রানের জবাবে বিদ্যাসাগর স্কুল ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অতিরিক্ত রানের কঁাধে ভর দিয়েআসাম রাইফেলস স্কুল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বাধিক পায় ৭২ রান। এছাড়া দলের পক্ষে পারমিতা হালাম ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বিদ্যাসাগর স্কুলের পক্ষে দলনায়িকা স্নেহা দেবনাথ (‌২/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে  ১৯.‌১ ওভারে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিদ্যাসাগর স্কুল। দলের পক্ষে উইকেট রক্ষক পুনমদ্বিতা দেবনাথ ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪,দলনায়িকা স্নেহা দেবনাথ ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং ওপেনার ত্রিশা দাস ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। আসাম রাইফেলসের পক্ষে দলনায়িকা সুশ্মিতা বসাক (‌২/‌২০) এবং দিয়া অধিকারী (‌২/‌২১) সফল বোলার।  ‌‌‌