উদীয়ান বোসের মারকুটে শতকে জয়ের হ্যাটট্রিক ইউনাইটেড ফ্রেন্ডসের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।। জয়ের হ্যাট্রিক ইউনাইটেড ফ্রেন্ডসের। পরপর দুই ম্যাচে পোলস্টার ও বিসিসি কে হারানোর পর আজ, বুধবার হারালো হার্ভেকে। তাও ২০১ রানের বিশাল ব্যবধানে। পরপর তিন ম্যাচে জয়ের সুবাদে ইউনাইটেড ফ্রেন্ডস জয়ের হ্যাট্রিকের পাশাপাশি পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। অপরদিকে কোয়ার্টার ফাইনালে খেলাও নিশ্চিত করে নিয়েছে। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে। বেলা সোয়া একটায় ম্যাচ শুরুতে টস দ্বিতীয় ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৮৭ রানের বিশাল পাহাড় গড়ে তোলে। মূল কারিগর অবশ্য ওপেনার উদীয়ান বোস। উদীয়ানের দুর্দান্ত ঝড়ো শতরান বেশ নজর করেছে। উদীয়ান ৪৭ বল খেলে নটি বাউন্ডারি ও ১৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। এছাড়া, দীপক ক্ষৈত্রীর ৯১ এবং রজত দে-র অপরাজিত ৩৫ রান উল্লেখ করার মতো। হার্ভের আকাশ কুমার সিং ২০ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে হার্ভে ৯ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে পামির দেবনাথ সর্বাধিক ১৯ রান পায়। ইউনাইটেড ফ্রেন্ডসের প্রিয়াংশু গৌতম ৭ রানে এবং ঋত্ত্বিক শ্রীবাস্তব ১৫ রানে দুটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিং এর সৌজন্য স্বরূপ উদীয়ান বোস পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *