নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স) : ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন কংগ্রেস নেতা ও ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির প্রধান গুলাম নবী আজাদ। বললেন, প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রম করছেন তাতে কোনও সংশয় নেই। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী মোদী যে পরিশ্রমী তাতে কোনও সন্দেহ নেই…আমরা উভয়েই বিজেপির প্রশংসা করি এবং সমালোচনাও করি।
একইসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে গুলাম নবী আজাদ বলেছেন, কংগ্রেসের উচিত জাতীয় দলের ভূমিকা পালন করা। বরাবরই প্রধানমন্ত্রীর প্রশংসা করেন গুলাম নবী আজাদ। কংগ্রেসে থাকাকালীন নীরব থাকলেও, কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পর থেকেই প্রধানমন্ত্রী প্রশংসায় পঞ্চমুখ গুলাম নবী আজাদ। বুধবার ফের একবার প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন তিনি।

