কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : জামিনের আবেদন করেও হল না লাভ। ফের জেল হেফাজতে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। বুধবার ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে বহিষ্কৃত যুব তৃণমূল নেতা বলেন, “এখন শুধু দেখা আর শোনার সময়।”
আদালতের উদ্দেশে শান্তনুর আইনজীবীরা বলেন, যতবার ডেকেছে ততবার গিয়েছেন শান্তনু। তদন্তে সহযোগিতা করেছেন।শুনানি চলাকালীন শান্তনুর আইনজীবীর উদ্দেশে বিচারকের প্রশ্ন, “ওনার পড়াশোনা কতদুর”? এরপর শান্তনু জানান তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন। মাল্টি মিডিয়া, আইটিতে ডিপ্লোমা করেছেন। হোটেল ব্যবসা, মোবাইলের ব্যবসা, বাড়ির ব্যবসা থেকে ওনার আয়। আদালতকে জানাল শান্তনুর দুই আইনজীবী রাজেন্দ্র রায়চৌধুরী ও প্রীতম ভট্টাচার্য।
ইডির আইনজীবী ফিরোজ এডুলজি প্রশ্ন তোলেন, “সরকারি কর্মী হলে ব্যবসা কি করে করেন? নামে বেনামে মোট ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ। শান্তনুর ছেলে ইভানের নামে রয়েছে একটি কোম্পানি। স্ত্রীর নামেও কোম্পানি রয়েছে। উনি ডব্লুবিএসইডিসিএল-এ চাকরি করেন। বার্ষিক ২ থেকে ৬ লক্ষ টাকা আয়। তাহলে নামে বেনামে ২০ কোটি টাকার সম্পত্তি হয় কোথা থেকে? জামিনের আবেদন বিরোধিতা করেন ফিরোজ এডুলজি। সওয়াল জবাবের পর কেস ডাইরি বিচারককে দেখানো হয়।