কোচবিহার, ৫ এপ্রিল (হি. স.): আবেদন করেও রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছেন না, এই অভিযোগে দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এমনকি শিবিরের ব্যানার পোস্টার সমেত সরকারি নথিপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের ধলপল-১ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর পুলিশ প্রশাসনের আশ্বাসে সেখানে দুয়ারে সরকার শিবিরের কাজকর্ম ফের চালু হয়।
বুধবার তুফানগঞ্জ-১ ব্লক প্রশাসনের উদ্যোগে ধলপল বাজারে বসে দুয়ারে সরকার শিবির। পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথেও টেবিল চেয়ার নিয়ে শিবিরে বসেন আধিকারিকরা। এলাকার বেহাল রাস্তাঘাট নিয়ে দুয়ারে সরকারের কাছে আগেই অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, দুয়ারে সরকারের নামে গ্রামবাসীদের হয়রানি করা হচ্ছে। শিবিরে বিভিন্ন আবেদনপত্র পূরণ করা হচ্ছে। তবে কাজ একটাও হচ্ছে না।
অভিযোগ, কী কারণে কাজ হচ্ছে না, আধিকারিকরা সেটাও জানাচ্ছেন না। কাজকর্ম বাদ দিয়ে মানুষ দুয়ারে সরকারের শিবিরে আসছেন। এসব অভিযোগ তুলেই গ্রামের লোকজন শিবিরের কাজকর্ম বন্ধ করে দেন। ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলা হয়। শিবিরের কাগজপত্রও ছিঁড়ে দেওয়া হয়। তা নিয়ে শিবিরে উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে।