কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : পুলিশের আপত্তি সত্বেও কলকাতা হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তী পালন করবে দক্ষিণ কলকাতার শ্রী রাম দত্ত সংঘ।
ভারতীয় জনতা যুব মোর্চার নেতা তথা আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বুধবার এ কথা জানিয়ে এক বিবৃতিতে লেখেন, হনুমান জয়ন্তী পালনের জন্য বাংলায় আবারও মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হতে হল। জগৎ কিশোর ভগত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্যদের বিষয়ে বিচারপতি রাজশেখর মান্থা এদিন একটি আদেশ দিয়েছেন। তাতে তিনি আবেদনকারী তথা শ্রী রাম দত্ত সংঘের সহ-সভাপতিকে বৃহস্পতি ও শুক্রবার হনুমান জয়ন্তী পালন ও উদযাপন করার অনুমতি দিয়েছেন।
বাঁশদ্রোনি থানার অন্তর্গত, কলকাতা পুরসভার ১১২ ওয়ার্ডের অধীন, অগ্রদূত ক্লাবের বিপরীতে রাস্তায়, শিশুভারতী মাঠের কাছে, ১১২, হরিসভা মঠের পাশে (কলকাতা ৭০) হবে এটি। রাজ্য সরকার হনুমান জয়ন্তী পালনের জন্য এই আবেদনের বিরোধিতা করে অভিযোগ করে যে জনসাধারণের অসুবিধা হবে। এবং ওখানে কিছু কাজ চলছে। কিন্তু মাননীয় আদালত আবেদনকারীকে সমস্ত আনুষ্ঠানিকতা অর্থাৎ সাধারণ জনগণের অসুবিধা, শব্দ দূষণের নিয়ম বজায় রাখা এবং এলাকা পরিষ্কার করা প্রভৃতি পালনের পরে হনুমান জয়ন্তী পালন করার অনুমতি দিয়েছে।“

