বিজেপিতে শামিল প্রাক্তন জেডি (এস) সাংসদ শিবরাম গৌড়া, বললেন কর্ণাটকের জনগণ ডাবল ইঞ্জিনের সরকার চায়

বেঙ্গালুরু, ৫ এপ্রিল (হি.স.): আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছেন জেডি (এস) থেকে বহিষ্কৃত প্রাক্তন সাংসদ এল আর শিবরাম গৌড়া। কর্ণাটকের মান্ড‍্য লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন শিবরাম গৌড়া। বুধবার সকালে বেঙ্গালুরুতে কর্ণাটকের বিজেপি সভাপতি নলিনকুমার কাটিলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে শামিল হয়েছেন প্রাক্তন সাংসদ এল আর শিবরাম গৌড়া।বিজেপিতে যোগ দেওয়ার পরই শিবরাম গৌড়া বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে আরও অনেকে বিজেপিতে যোগ দেবেন। কর্ণাটকের জনগণ ডাবল ইঞ্জিনের সরকার চায়। কর্ণাটক নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে বিজেপি। আবার বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সি টি রবি বলেছেন, মানুষ বিজেপির পক্ষে রয়েছেন। এবার কর্ণাটকে আমরা আরও বেশি আসনে জয়লাভ করব।