জনগণের কাছ থেকে লুট করা সব টাকা উদ্ধার করা হবে: বিজেপি

নয়াদিল্লি, ৫ এপ্রিল(হি.স.) : সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির যথেচ্ছ ব্যবহারের বিষয়ে সুপ্রিম কোর্ট ১৪ বিরোধী দলের আবেদন শুনতে অস্বীকার করার পরে বিজেপি বুধবার বিরোধীদের একহাত নিয়েছে। এর প্রতিক্রিয়ায় বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির যদি ভুল ধারণা থাকে যে তিনি দুর্নীতিতে লিপ্ত হবেন এবং আইনের হাত তাঁর কাছে পৌঁছাবে না। তবে তিনি ভুল ভাবেন। মোদী সরকার জনগণের কাছ থেকে লুট করা সব টাকা উদ্ধার করবে।

তিনি বলেন, এ বিষয়ে এদিন সুপ্রিম কোর্ট বলেছে, আপনি নেতা হলেও আপনার জন্য আলাদা আইন হবে এমন কোনো অধিকার আপনার নেই।

প্রসঙ্গত, বুধবার সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির যথেচ্ছ ব্যবহারের বিষয়ে ১৪টি বিরোধী দলের আবেদন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বুধবার বলেছে, রাজনীতিবিদদের জন্য আলাদা নির্দেশিকা তৈরি করা যাবে না। আদালতের এই মন্তব্যের পর বিরোধী দলগুলো তাদের আবেদন প্রত্যাহার করে নেয়।