অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  রসরাজ নগর এডিসি ভিলেজের ৪নং ওয়ার্ডের রবিচন্দ্র পাড়াতে একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার৷ মৃতার পরিচয় জানা যায়নি৷ খোয়াই থানার অন্তর্গত রসরাস নগর এডিসি ভিলেজের ৪নং ওয়ার্ডের রবিচন্দ্র পাড়াতে একটি পুকুর থেকে  এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ পাওয়া যায় ভাসমান অবস্থায়৷ জানা যায় মহিলাটির আনুমানিক বয়স ৬০ উর্দ হবে৷ পরবর্তিতে  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীদের জিজ্ঞাসা করে ঐ অজ্ঞাত পরিচয় মহিলাকে কেউ চেনে কিনা৷ এরপর পুলিশ ঐ মহিলার মৃহদেহক মর্গে পাঠিয়ে দেয়৷