ড্রোনের সাহায্য পাঠানো হয়েছিল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ, সাম্বায় সমস্ত কিছু উদ্ধার করল পুলিশ

জম্মু, ৩ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করল পুলিশ। ড্রোনের সাহায্যে পাঠানো হয়েছিল সমস্ত কিছু, সোমবার তা উদ্ধার করল পুলিশ। সাম্বা জেলার বিজয়পুরের রাখ বারুতিয়া গ্রামে একটি প্যাকেট পাওয়া যায়, প্যাকেটটি ড্রোনের সাহায্য নামানো হয়েছিল। সেই প্যাকেট থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

সাম্বার এসএসপি বেনাম তোশ জানিয়েছেন, সোমবার একটি সন্দেহজনক বস্তু সম্পর্কে তথ্য পাওয়া যায়, পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকেও ডাকা হয়। ৩টি পিস্তল, ৪টি গ্রেনেড, ৬টি ম্যাগাজিন ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।