শিক্ষায় দুর্নীতি, প্রতিবাদে বালুরঘাটে এবিভিপির বিক্ষোভ

বালুরঘাট, ৩ এপ্রিল(হি.স.) : রাজ্যজুড়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশার প্রতিবাদে আন্দোলনে নামল দক্ষিণ দিনাজপুর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে ধর্না এবং বিক্ষোভ কর্মসূচি করা হয়।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক বাপ্পা মহন্ত বলেন, ‘শুধুমাত্র রাজ্য নয় দক্ষিণ দিনাজপুর জেলাতেও ব্যাপক দুর্নীতি হচ্ছে। কলেজ রুমে দেদার মদ্যপানের বিষয়ও সামনে এসেছে। এইসবের প্রতিবাদেই এদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন দুপুর একটা থেকে বিক্ষোভ শুরু হয়েছে৷ যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।‘