শান্তিরবাজার, ৩ এপ্রিল (হি. স.) : রেলে কাটা পরে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ওই মহিলা বাড়ি থেকে বের হয়েছিলেন। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় মনপাথর ফাঁড়ী থানাধীন পটিছড়ি ইকসমা জমাতিয়া পাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তৈকর্ম রামপ্রসাদ পাড়ায় বাপের বাড়িতে থাকতেন অভিরুং রিয়াং(৫২)। গতকাল তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরেননি। আজ সকালে মনপাথর ফাঁড়ী থানাধীন পটিছড়ি ইকসমা জমাতিয়া পাড়ায় রেল লাইনে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, সাব্রুম থেকে আগরতলাগামী রেলে কাটা পরে তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।