পাপুয়া নিউগিনিতে ৭.০ তীব্রতার ভূমিকম্প, জারি হয়নি সুনামির সতর্কতা

পোর্ট মোরেসবি, ৩ এপ্রিল (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। সোমবার ৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। জারি হয়নি সুনামির সতর্কতাও। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভোরে পাপুয়া নিউ গিনির উত্তর-পশ্চিমাঞ্চলে ৭.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয় সময় ভোর ৪.০০ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। উপকূলীয় শহর ওয়েওয়াক থেকে ৯৭ কিলোমিটার (৬০ মাইল) দূরে ও ৬২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।