ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।আগামী ৭-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক কৃষ্ণচন্দ্র সাহা স্মৃতি ভলিবল চ্যাম্পিয়নশিপ। ৪৪ তম পুরুষ এবং ৩৫ তম মহিলা রাজ্যভিত্তিক এই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হবে ঊনকোটি জেলার কুমারঘাট পূর্ত দপ্তরের গ্রাউন্ডে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চলছে এখন জেলা দল গঠনের তৎপরতা। পশ্চিম জেলা দল গঠনের লক্ষ্যে রবিবার আগরতলা উমাকান্ত ভলিবল কোর্টে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী শিবির। এতে পুরুষ বিভাগে ২৬ জন এবং মহিলা বিভাগে ১৬ জন অংশগ্রহণ করে। সেখান থেকে এদিন চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে পুরুষ ও মহিলা উভয় বিভাগ থেকে ১৪ জন করে খেলোয়ার বাছাই করা হয়। যাদের নিয়ে আগামী কয়েকদিন অনুশীলনের শেষে আগামী ১৬ এপ্রিল চূড়ান্ত জেলা দল গঠন করা হবে। রাজ্য আসরে অংশ নেওয়ার জন্য পশ্চিম জেলা থেকে ১০ জন করে ছেলে ও মেয়েদের দল গঠন করা হবে। জানালেন রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি সচিব চন্দন সেন।
2023-04-02