বি সি সি -১৮০/৪
শতদল সঙ্ঘ-১৭৮
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।দুরন্ত ম্যাচ । লড়াই শেষ বল পর্যন্ত। শেষ পর্যন্ত ২ রানে জয় পেলো বি সি সি। পরাজিত করলো সুপার ডিভিশনের দল শতদল সঙ্ঘকে। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে। বি সি সি-র হয়ে দাপট দেখান রিয়াজ উদ্দিন এবং বাবুল দে। রবিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে বি সি সি নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান করে। ওপেনিং জুটিতে বাবুল দে এবং রিয়াজ উদ্দিন ১২০ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যান। বাবুল ৪৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১ এবং রিয়াজ ৪২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন। এছাড়া দলের পক্ষে সাগর শর্মা ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং রাজদীপ দত্ত ৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। জবাবে খেলতে নেমে শতদল সঙ্ঘ ১৭৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দীপায়ন দেববর্মা ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, ভিকি সাহা ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,স্বাদব খান ৯ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং সৌরভ দাস ৯ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। বি সি সি-র পক্ষে রিয়াজ উদ্দিন (৪/১৮) এবং রাজদীপ দত্ত (২/৩২) সফল বোলার।

