BRAKING NEWS

আইপিএল ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন জয়দেব উনাদকাট

নয়াদিল্লি, ২ এপ্রিল(হি.স.) : আইপিএলে প্রথম ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়লেন ভারতীয় দলের ক্রিকেটার জয়দেব উনাদকাট। এখন পর্যন্ত সাতটি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে আইপিএল খেলা হয়ে গেল বাঁহাতি এই পেসারের। সেই সঙ্গে ছ’জন ভারতীয় ক্রিকেটারের রেকর্ড ভাঙলেন এই তারকা ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উথাপ্পা, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, ইশান্ত শর্মা এবং দীনেশ কার্তিক এরা আইপিএল খেলেছেন ছ’টি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে। পহেলা এপ্রিল আইপিএলের দ্বিতীয় দিন লখনউয়ের হয়ে মাঠে নেমে তাঁদের ছাপিয়ে গেলেন উনাদকাট। যদিও আইপিএলে সব থেকে বেশি দলের হয়ে খেলার নজির গড়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তিনি মোট ন’টি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে আইপিএল খেলেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উনাদকাটই আইপিএলে সব থেকে বেশি দলের প্রতিনিধিত্ব করে ফেললেন।
২০১০ সালে প্রথম বার কলকাতা নাইট রাইডার্সের জার্সি, ২০১২ সালে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা দলের সদস্য, ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, ২০১৪ এবং ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস, ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টস, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালস, ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছিলেন বাঁহাতি জোরে বোলার।

উল্লেখ্য, রাজস্থান তাঁকে ১১.৫ কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল। এখনও পর্যন্ত সেটাই তাঁর পাওয়া সব থেকে বেশি দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *