ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ও.পি.সি-‌কে হারালো হার্ভে

হার্ভে-‌১০৪/‌৬

ও পি সি-‌৯৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।জয় পেলো হার্ভে। পরাজিত করলো ও পি সি-‌কে। ৭ রানে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেট প্রতিযোগিতায়। এম বি বি স্টেডিয়ামে অনুষঠিত ম্যাচে রবিবার দুপুরে টসে জয়লাভ করে হার্ভে প্রথমে ব্যাট নেয়।  কিন্তু প্রথম সারির দুই ব্যাটসম্যান এবম মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। দল মাত্র ১০৪ রান করে। দলের পক্ষে বিজয় বিশ্বাস ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৯, সমীর দেববর্মা ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৫, মনিষ মিশ্র ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির  সাহায্যে ১৬ এবং অর্কজিৎ দাস ১০ বল খেলে ১০ রান করেন। ও পি সি-‌র পক্ষে রাহুল চন্দ্র সাহা (‌২/‌২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ও পি সি ৯৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাহিল সুলতান ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২,সুজিত চন্দ্রদেব ১৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং ঋতুরাজ দেবনাথ ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। হার্ভের পক্ষে প্রভাত যাদব (‌২/‌৯) এবং তথাগত চক্রবর্তী (‌২/‌১৫) সফল বোলার।‌‌‌ ‌