নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ স্বামীর মৃতদেহ জড়িয়ে কাঁদছেন স্ত্রী৷ পাশেই মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার বৃদ্ধা মায়ের৷ এই চিত্র কিল্লামুড়া এলাকার অভিজিৎ দে’র বাড়ির৷
শনিবার বিশ্রামগঞ্জ বাজারে শৌচালয়ে নলছড় কিল্লামুড়া এলাকার নাম অভিজিৎ দে’কে (২৮) সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ওই যুবকের ৭ বছরের ছেলেও আছে৷ বিশ্রামগঞ্জ বাজারে রেস্তোরাঁয় কাজ করেন অভিজিৎ৷ তার মৃত্যুর খবর পেয়ে মা, স্ত্রী ঘটনাস্থলে ছুটে আসেন৷ ঠিক কি কারণে তার মৃত্যু তা এখনও জানা যায়নি৷
2023-04-01

