আইএসএফ বিজেপি আঁতাত! বিতর্ক কুলপিতে

কুলপি, ১ এপ্রিল (হি. স.) বিজেপির জেলা কার্যালয়ে আই এস এফের নির্বাচনী জনসভা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে দক্ষিন ২৪ পরগনার কুলপিতে। যা নিয়ে আইএসএফ ও বিজেপির গোপন আঁতাতের অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের দাবী, বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা কার্যালয় কুলপিতে রামকৃষ্ণপুরে যেখানে শনিবার কুলপি ব্লক আইএসএফের নির্বাচনী জনসভা করা হয়। আর এ নিয়ে বিজেপি ও আইএসএফের মধ্যে গোপন আঁতাতের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অবশ্য এই ঘটনায় আইএসএফের পক্ষ থেকে জানানো হয় তারা কমিউনিটি হল ভাড়া নিয়ে নির্বাচনী জনসভা করেছে তা বিজেপির জেলা কার্যালয় কি না তা তাদের জানা নেই।
তবে এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য বলে ওই বিল্ডিং এ তাদের ভাড়া নেওয়া ঘরে কার্যালয় রয়েছে। ঘর মালিক যদি অন্য কোন দলকে ভাড়া দেয় এ বিষয় নিয়ে কোন মন্তব্য করা যায় না। অবশ্য তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসকে সরাতে নিচু তলার কর্মীরা জোট বদ্ধ হচ্ছে এনিয়ে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস।