নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ খোয়াই শ্রীনগর পাড়া এলাকায় গভীর রাতে নির্জনতার সুযোগ নিয়ে ঘরের দরজা ভেঙ্গে এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশী বখাটে এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনা খোয়াই থানাধীন সিঙ্গিছড়ার শ্রীনগর পাড়ায়৷রাত প্রায় একটা নাগাদ এলাকার জনৈক সুবোধ ঘোষ (৪৭) নির্জনতার সুযোগ নিয়ে প্রতিবেশী এক বিধবা মহিলার বাড়ীর রান্নাঘরের বেড়া ভেঙে ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত ব্যক্তি৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিলা স্বামী মারা যাওয়ায় পর থেকে দুই ছেলেকে নিয়ে নিজের বাড়িতে একাই বসবাস করে আসছেন৷ বিধবা মহিলার বড় ছেলে কর্মসূত্রে অন্যত্র বসবাস করছে৷ ছোট ছেলে পরীক্ষা শেষ হওয়ার পর মাসির বাড়িতে বেড়াতে যায়৷ এরই সুবাদে স্থানীয় জনৈক্য ব্যক্তি সুবোধ ঘোষ গত কয়েক দিন ধরে বিধবা মহিলাকে উত্ত্যক্ত করে আসছিল৷ বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটা নাগাদ সুবোধ ঘোষ বিধবা মহিলার রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে৷ বিধবা মহিলা টের পেতেই মোবাইলের টর্চ লাইট দিয়ে সুবোধ ঘোষকে চিনে ফেলে৷ সুবোধ ঘোষ বিধবা মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ৷ নির্যাতিতা বিধবা মহিলাকে সুবোধ ঘোষ হুমকি দিয়ে বলে এই কথা জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ৷ নির্যাতিতা বিধবা মহিলা কোন রকম ঘর থেকে পালিয়ে যায়৷ ভয়ভীতিতে বাড়ীর পাশের জঙ্গলে রাত কাটান৷ শুক্রবার সকালে মহিলা পাড়া প্রতিবেশীদের ঘটনাটি জানালে তারা মামলা করার পরামর্শ দেয়৷ এদিন সন্ধ্যায় প্রতিবেশীর কথা অনুসারে নির্যাতিতা মহিলা প্রতিবেশী সুবোধ ঘোষকে ধর্ষণে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন৷ যার মামলা নম্বর ০৫/২৩, ৩৪৭/৩৫৪/৩৭৬/৫১১ ধারায় মামলা রজু হয়৷ মহিলা থানার পুলিশ এই মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে৷
2023-04-01